আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলীতে সরকারি সম্পত্তি দখলের মহোৎসব চলছে। প্রশাসনের নাগের ডগায় দখল চললেও প্রশাসন নীরব। দখল বাণিজ্য নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি ভূমি দস্যুরা দখলে করে নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন থাকায় এলাকাবাসী অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছে না। এতে সরকারের কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন বাউন্ডারির মধ্যে মো. মহিন নামের এক ব্যক্তি প্রায় ৫ শতাংশ জমি প্রকাশ্য দখল করে ভূমি কর্মকর্তাদের চোখের সামনেই ওই জমিতে ঘর উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন। হঠাৎ কেহ দেখলে মনে হবে ওই ভূমি অফিসের কর্মকর্তারাই এ ঘর উত্তোলন করছেন। এ ছাড়া গুলিশাখালী বাজারের মধ্যে সরকারি ১নং খাস খতিয়ানের জমি যে যার মত দখল করে নিচ্ছে। কেউ স্থাপনা করে পরিবার নিয়ে বসবাস করছেন আবার কেহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন। ওই বাজারে সরকারি জমিতে মো. রিপন পঞ্চায়েত ও জেসমিন বেগম প্রকাশ্যে ঘর উত্তোলন করছেন। এভাবে প্রকাশ্যে দখল বাণিজ্য চললেও সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণে ভূমি কর্মকর্তাদের কোনো পদক্ষেপ নাই। ভূমি দস্যুদের অশুভ তৎপরতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতার কারণে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি প্রতিনিয়ত বেহাত হয়ে যাচ্ছে। সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। এ বিষয়ে ঘর উত্তোলনকারী মো. মহিন মিয়া বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করি। বর্ষাকাল আসছে তাই ঘর উত্তোলন করছি। ওই জমি যে আপনার তার কোনো বৈধ কাগজপত্র আপনার আছে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, আমাকে অন্যাত্র বদলি করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। ওখানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) হিসেবে সুভাষ চন্দ্র শীলকে দেওয়া হয়েছে। সুভাষ চন্দ্র শীল মুঠোফোনে বলেন, আমি এখোনো চার্জ বুঝে পাই নাই। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, ঘর উত্তোলনের সংবাদ পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শনিবারও ঘরের কাজ করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনি সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply