বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান-জহির উদ্দিন স্বপন মেয়র হারিছ গ্রেপ্তারের খবরে গৌরনদীতে সাধারন মানুষের উল্লাস ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষাভ মিছিল গৌরনদীতে এইচপিভি টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কাশিপুরের ড্রেজার ব্যবসায়ী সুমনের অপকর্মে কেউ খুন হলে দায় নেবে না বিএনপি
কলাপাড়ায় ত্রাণের চাল ও সরকারি সহায়তা দেওয়া হয় চেয়ারম্যানের আত্মীয় স্বজনদের

কলাপাড়ায় ত্রাণের চাল ও সরকারি সহায়তা দেওয়া হয় চেয়ারম্যানের আত্মীয় স্বজনদের

বিশেষ প্রতিনিধি ॥ ত্রাণের চাল ও সরকারি সহায়তা নিচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভায়রা, শ্যালক-শালিকা কিংবা দুলাভাইসহ আত্মীয়স্বজনরা। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, কাজের বিনিময় খাদ্য, টেস্ট রিলিফ, ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা বা স্বামী পরিত্যাক্তা ভাতা, করোনাকালীন প্রণোদনা ইত্যাদিতে ইউপি চেয়ারম্যান মনগড়া তালিকা অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদের বাসিন্দারা। পরিষদের দায়িত্বে সরকারি সহয়তা বণ্টন এখন প্রশ্নবিদ্ধ। বহুবিধ অনিয়মই এখন নিয়মে পরিনত হয়েছে লতাচাপলী ইউনিয়ন পরিষদে। আশ্চর্যের কথা হলো এমনসব অনিয়মের বিষয় রহস্যজনক কারণে উপজেলা প্রশাসনের নজরে না থাকার গুঞ্জন রয়েছে। গত ২৮ এপ্রিল বিকেলে ইউপি চেয়ারম্যানের ভায়রা ইদ্রিস মেকারের আলীপুরস্থ বাসা থেকে মহিপুর থানা পুলিশ সাড়ে ৪০০ কেজি সরকারি চাল জব্দ করে। এরপর থেকে এলাকার লোকজন এবিষয়ে কমবেশি মুখ খুলতে শুরু করেছে। সরকারের নীতিমালা অনুযায়ী, হতদরিদ্র পরিবার, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, উপার্জনে অক্ষম, জেলে পেশার লোকজনকে এই সুবিধার আওতায় নেওয়ার কথা। সেই সঙ্গে একই পরিবারের একাধিক কার্ড কিংবা ভিজিডির সুবিধাপ্রাপ্তরা এই সুবিধা পাবেন না বলেও শর্ত রয়েছে। কিন্তু সরকারের এসব নীতিমালা উপেক্ষা করে ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা তার পছন্দসই সমর্থক ভোটারসহ আত্মীয়-স্বজনকে এই তালিকায় অন্তর্ভূক্ত করেছেন। লতাচাপলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন অর রশিদ জানান, তার ওয়ার্ডে চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার শ্বশুর বাড়ি। ওই ওয়ার্ডে চেয়ারম্যানের শ্যালিকা সালমাকে অন্যের নামের চাল ছাড়িয়ে নিয়মিত দিয়ে আসছেন তিনি। ওই নারী পেয়েছেন মুজিব শতবর্ষের ঘর। ব্যবস্থা করে দিয়েছেন শ্যালক মাসুদ বেপারীকে সুপেয় পানির সংরক্ষণাগার। অথচ একই ওয়ার্ডের মৃত নুরআলম সুকানীর বিধাব স্ত্রী হতদরিত্র আকলিমা সরকারি সহায়তার আওতায় নেই। অভিযোগ রয়েছে, তালিকায় নাম থাকা সত্ত্বেও ওই ওয়ার্ডের ইয়াকুব দফাদারের ছেলে বজলুকে কখনো সরকারি সহয়তায় সুযোগ দেওয়া হয়নি। কিন্তু নিয়মিতই সরকারি সহায়তা পাচ্ছেন ড্রেজারসহ জমিজমা রয়েছে এবং ব্যবসায়ী থঞ্জুপাড়ার সৈয়দ, রুস্তুম ও গনিদের মতো স্বাবলম্বীরা। শুধু রেশন কার্ডের তালিকায় নাম থাকলেও নিয়মিত চাল পাওয়ার তালিকা থেকে বাদ পড়েনি ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার ভগ্নিপতি পুনামাপাড়া গ্রামের আবুবক্কর মল্লিকও। এদিকে ২নং ওয়ার্ডের ফাঁসিপাড়া গ্রামের মো. ইউনুচ ও তার তিন ছেলে সোহেল, রুবেল ও দুলাল একইসঙ্গে জেলে কার্ডে চাল প্রাপ্তির পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনির অন্যান্য সুবিধাও গ্রহণ করছেন। এমনসব চিত্র ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন কাজীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার অনিয়ম ও স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলায় তার মতামতের পাত্তা দেওয়া হচ্ছে না। এছাড়া উপকারভোগীদের তালিকা ইউনিয়ন পরিষদের দৃশ্যমান জায়গায় পৃথক পৃথকভাবে টাঙ্গিয়ে দেবার কথা থাকলেও তা নেই। দুর্নীতির চিত্র জনসম্মুখে উম্মোচনের ভয়ে দীর্ঘদিনেও এই তালিকা দৃশ্যমান স্থানে রাখা হচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, নিজেরা দান-অনুদান দিতে পারেন এমনসব পরিবারের নামও অন্তর্ভূক্ত রয়েছে এই তালিকায়। ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মো. আলম ফকির বলেন, চেয়ারম্যানের আস্থাভাজন ব্যক্তিরা চাল ছাড়িয়ে বিক্রি করছে, অথচ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বহু অতি দরিদ্রদের জায়গা দেওয়া যায়নি। ইউনিয়নের পুনামাপাড়া গ্রামের বয়োবৃদ্ধ ভ্যানচালক শহিদ, মাইটভাঙ্গা গ্রামের মৃত আর্শেদ মোল্লার পুত্র জেলে দেলো মোল্লা, দিয়ার আমখোলাপাড়া গ্রামের চান্দুর বিধবা স্ত্রী বেগম ও একই গ্রামের মনসুরের বিধবা স্ত্রী রাবেয়ার মতো অগণিত পরিবারের সরকারি সহায়তায় ভাগ বসিয়েছে ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ মধ্যবিত্তরা। এসব অভিযোগের বিষয় ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আত্মীয় অনাত্মীয়ের বিষয় নয়, সরকারি সহায়তা পাবার মাপকাঠিতে পড়লে যে কারও নাম তালিকায় থাকতে পারে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হক বলেন, অনিয়মের অভিযোগ থাকলে আমাদের লিখিতভাবে জানালে যাচাই বাছাই শেষে বাদ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com