নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে লাল পতাকা মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ এবং আলোচনা সভার মধ্য দিয়ে শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ফকির বাড়ি রোড কার্যালয় থেকে ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যৌথভাবে এক লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সকাল ১১টায় ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এক লাল পতাকা মিছিল বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাল পতাকা মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা। দিবসটি উপলক্ষে বেলা পৌনে ১২টায় জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে নগরীর ফকির বাড়ি রোডের কার্যালয় থেকে লাল পতাকা মিছিল বের হয়। অপরদিকে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। এদিকে, সকাল সাড়ে ১১টায় বিএনপি’র সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শ্রম দিবস পালন করে। মিছিল, সমাবেশ এবং আলোচনা সভা থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানানো হয়।
Leave a Reply