তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরার সময় অবৈধ ৫০০ মিটার পাইজাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার (২ মে) বিকেলে মেঘনার বাসনভাঙার চর এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়। তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাইদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মেঘনার বাসনভাঙার চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ৫০০ মিটার পাইজাল জব্দ করা হয়। এ জাল দিয়ে জেলেরা জাটকাসহ ছোট মাছ শিকার করছিলেন। তবে টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ জালগুলো মেঘনা পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
Leave a Reply