নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ডস্থ কাজিপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে গড়ে ওঠা একটি ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত বের হচ্ছে দুর্গন্ধ। ফলে দূষণের শিকার হচ্ছেন রাস্তার পথচারীসহ এলাকার সাধারণ মানুষ। নাক মুখ বন্ধ করে চলাচল করতে হচ্ছে রাস্তায়। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নগরীর কাজিপাড়া এলাকায় সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত ওই ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ বের হবার কারণে প্রতিদিন বহু মানুষ দূষণের শিকার হচ্ছেন। এলাবাসীর অভিযোগ ফরাজী ওয়ার্কশপের মালিক আলম ফরাজীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ওই পুকুরটিকে ময়লার ভাগারে পরিনত করা হয়েছে। প্রতিদিন আশপাশের ময়লা আবর্জনা ফেলা হয় এখানে। এ ছাড়া মৃত গরু, ছাগলসহ অন্যান্য প্রাণীদের মৃতদেহও ফেলা হয় এই ভাগাড়ে। কিন্তু দুর্গন্ধ নি:ষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। ফলে দুর্গন্ধে দূষণের শিকার হচ্ছেন তারা। পথচারী ও স্থানীয়দের অভিযোগ বহুদিন যাবত এই ময়লার ভাগাড়ে বর্জ্য ফেলা হয়। বর্তমানে পুকুরটি বর্জ্যে ভর্তি হয়ে গেছে। এ ব্যাপারে বেশ কয়েকবার ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমানকে জানালেও তিনি কোন সুরাহা করতে পারেনি। এই ময়লার ভাগার অপসারন করে স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে নির্মল পরিবেশে বসবাস ও চলাচলের জন্য বিসিসি মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূ-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
Leave a Reply