বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়াল ভেঙে রাস্তার নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ পাওয়া গেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও কয়েক অভিভাবক। দ্বীপ এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের বাউন্ডারি ওয়াল ভেঙে দিয়ে স্কুল লাগোয়া বাজার একালার চলমান সিসি রাস্তার কাজে ব্যাবহৃত মিক্সার মেশিনসহ ওই নির্মাণ সামগ্রি রাখে। বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী জানায়, কনকদিয়া বাজার এলাকায় ২৭লক্ষ টাকা ব্যায়ে উপজেলা প্রকৌশল অধিদফতরের ২০১৯-২০ অর্থ বছরের ১১৯মিটার দৈর্ঘ্য ও ৫মিটার প্রস্থের সিসি রাস্তার চলমান নির্মাণ কাজ করছেন দ্বীপ এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। আর রাস্তা লাগোয়া স্কুলের বাউন্ডারি ওয়াল ভেঙে ভেতরে রাখা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্কারমেশিনসহ ওই রাস্তার কাজের যাবতীয় নির্মাণ সামগ্রি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক আক্ষেপ করে বলেন, ‘লকডাউনে স্কুল বন্ধ। এই সুযোগে স্কুলের বাউন্ডারি ওয়াল ভেঙে দিয়ে রাস্তার নির্মাণ সামগ্রি রাখা হয়েছে। ক্লাস খোলা থাকলে ছাত্রছাত্রীরাই এভাবে তাদের স্কুলের ওয়াল ভাঙতে দিত না।’ অপর একজন অভিভাবক বলেন, ‘কাজের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী জড়িত থাকায় রাস্তাটিতে লোহার বাইনডিং, প্রস্থ, ছাদ বেইজ ও ডব্লুবিএম নির্ধারিত ব্যাবধানে না থাকলেও স্থানীয় কেউ কোন কথা বলতে পারছেন না। ঠিক একই ভাবে বাউন্ডারি ওয়াল ভেঙে নির্মাণ সামগ্রি রাখলেও কোন কথা বলতে সাহস করছেন না কেউ। এখন শুকনো মৌসুমে মালামাল রাখার জায়গার কোন অভাব নেই। স্কুল প্রতিষ্ঠানের বাউন্ডারি ভেঙে দিয়ে সেখানে মালামল রাখতে হবে এটা কেমন কথা। কোন বিবেকবান লোক এটা কি ভাবে মেনে নিবেন।’ এ ব্যাপারে স্কুল এন্ড কলেজটির প্রধান শিক্ষক নার্গিস আক্তার সাংবাদিকদের বলেন, (০১৭১৬৯০০৮৫৬) ‘আমার কি করার আছে। স্কুলের কমিটি মিটিংয়ে অনুমতি দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে মেনে নিতে হয়েছে। তবে কাজের শেষে বাউন্ডারি ঠিক করে দিবেন মর্মে সভাপতির উপস্থিতিতে ঠিকাদারের লোকজন লিখিত দিয়েছেন।’ উপজেলা সহকারি প্রকৌশলী শহীদুর রহমান বলেন, ‘কাজের শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বুলের বাউন্ডারি ওয়াল করে দেওয়ার লিখিত দিয়েছে।’
Leave a Reply