আগৈলঝাড়া প্রতিনিধি ॥ মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক না আসা ও বৃষ্টির পূর্ভাবাস থাকায় ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পরেছেন বরিশালের আগৈলঝাড়ার ইরি-বোরো ধান চাষীরা। কৃষকদের এমন বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ এর নির্দেশে আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতের নেতৃত্বে অসহায় চাষীদের ধান কেটে তাদের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। উপজেলার সুজনকাঠী গ্রামের কৃষক খোকন রায় জানান, তার পাকা ধান ঘরে তোলার সময় চলে যাওয়ার পরও টাকা ও শ্রমিকের অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ অবস্থার কথা জানতে পেরে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতের নেতৃত্বে শনিবার সকালে যুবলীগ নেতাকর্মীরা তার ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। যে কারনে তার ধান ঘরে তোলার দুশ্চিন্তা দূর হয়েছে। যুবলীগের এমন উদ্যোগে তিনিসহ এলাকার মানুষ খুশি হয়েছেন। উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত জানান, মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক না আসা ও বৃষ্টির পূর্ভাবাস থাকায় ধান ঘরে তোলা নিয়ে কৃষকদের বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ যুবলীগ চেয়াারম্যান শেখ ফজলে শাম্স পরশ এর নির্দেশে সুজনকাঠী গ্রামের কৃষক খোকন রায়ের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কথা জানতে পেরে যুবলীগ কর্মী জাহিদুল, সুমন, সুজয়, উজ্জ্বল, সৌরভ, পরিমলসহ ৬জনের একটি টিম শনিবার সকাল থেকে ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। ভবিষ্যতেও কৃষকের পাশে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা থাকবেন বলে জানান।
Leave a Reply