সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় একদম নিম্নমানের ইট দিয়ে মেগাডাম তৈরি করে কার্পেটিং সড়কের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হলো মেগাডাম তৈরির ইটগুলো এতটাই নিম্নমানের যে হাতের চাপেও তা ভেঙ্গে যাচ্ছে। উপজেলার বাইশারী ইউনিয়নের বটতলা টু সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন বড় ব্রিজ পর্যন্ত নির্মিতব্য কার্পেটিং সড়কের কাজে ঘটছে এ ঘটনা। বানারীপাড়া প্রেস ক্লাবের একটি অনুসন্ধানী টিম রবিবার (২ মে) দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী দেখতে পান। এ ব্যাপারে সচেতন এলাকাবাসী সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া সড়কটির সম্পূর্ণ পুরনো বিটুমিন উঠিয়ে নতুন করে মেগাডাম দিয়ে কাজ করার কথা থাকলেও বেশ কয়েক জায়গার বিটুমিন না উঠিয়েই কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান এস. আর.-এর স্বত্বাধিকারী সৈয়দ মো. রফিক হোসেন, এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায় সরেজমিনে। জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের বটতলা থেকে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের বড় ব্রিজের পশ্চিমপাড় পর্যন্ত প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়কের কাজের মূল্য নির্ধারণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে বরিশাল এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিঁনি বলেন, কোনোভাবেই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের মান নিম্নভাবে করতে পারবেন না। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply