বিনোদন ডেস্ক ॥ ঢাকার রাস্তায় এসেছেন সুপারম্যান। চারপাশে অবাক দৃষ্টিতে দেখছেন সে। পেছনে ফিরে তাকাতেই দেখে কয়েকজন ছেলে হেসে হেসে তার পেছনের ওড়নায় আগুন লাগিয়ে দিয়েছে। সে কী করবে বুঝতে পারে না। এমন সময় পেছন থেকে মজিদ এসে তাকে বস্তা দিয়ে জড়িয়ে ধরে। আগুন নিভিয়ে রাস্তার পাশে বসায়। মজিদ ভাবে যে সে অভিনয় করে। তাই জানতে চায় কোন নাটকের শ্যুটিংয়ে এসেছেন সুপারম্যান। সুপারম্যান তার পরিচয় দিতে থাকে। কিন্তু মজিদ কোনও ভাবেই বিশ্বাস করে না। সুপারম্যান বলে তার ওড়না ফিরে না পেলে উড়েও দেখাতে পারছে না। সেটি ছাড়া তার কোনও শক্তি নেই। মজিদ সুপারম্যানকে ভণ্ড ভেবে চলে যেতে চায়। এমন সময় সুপারম্যান তার ভার্চুয়াল স্ত্রিনে মজিদকে সার্চ দিয়ে দেখে সে চতুর প্রকৃতির লোক। তাই তাকে থামায় এবং সাহায্য চান তিনি। মজিদ জানতে চায় সাহায্যের বিনিময়ে সে কী পাবে? সুপারম্যান বলে তার শক্তি ফিরে পেলে তখন যা চাইবে তাই দেবে তাকে। মজিদ এই লোভে সুপারম্যানকে সঙ্গে নেয়। রাতে বাসায় সুপারম্যানকে লুঙ্গি দিয়ে সেটা পরতে বলেন। সুপারম্যান তা নিয়ে বাইরে আসে। সে কাধে বেঁধে উড়ার চেষ্টা করে এবং তিন চার ফুট ওপরে উঠে আবার নেমে আসে। বুঝতে পারে এটা দিয়ে সে বেশি দূর উড়তে পারবে না। পরের দিন নানা মানের কাপড় কিনে নিয়ে আসে মজিদ। সুপারম্যানের কোনও কাজেই আসে না। শুধু লুঙ্গি দিয়েই সে উড়তে পারে। এমনই এক গল্পে এগিয়ে যায় নাটকটির গল্প। ‘সুপারম্যানের লুঙ্গি’ শিরোনামে নাটকটি রচনা করেছেন শাহরিয়ার তাসদিক। পরিচালনা করেছেন খায়রুল পাপন। এতে অভিনয়ে রয়েছেন নিলয়, সিদ্দিকুর রহমান ও তাসনুভা তিশা।
Leave a Reply