নিজস্ব প্রতিবেদক ॥ করোনার কারণে ক্ষতিগ্রস্ত বরিশাল বিসিক শিল্প নগরীর উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ২৫ জন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তার হাতে ১ কোটি ২০ লাখ টাকার ঋণের চেক তুলে দেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বিসিকের ডিজিএম জালিস মাহমুদ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনায় বরিশাল বিসিক শিল্প নগরীর অনেক ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য প্রধানমন্ত্রী স্বল্প (৪ ভাগ) সুদে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ করেছেন। যাচাই-বাছাই শেষে গতকাল বিসিকের ২৫ জন ব্যবসায়ীকে প্রথম দফায় ১ কোটি ২০ লাখ টাকার ঋণ দেয়া হয়েছে। অন্যান্য ক্ষতিগ্রস্তদের পরবর্তীতে এই ঋণ দেয়া হবে।
Leave a Reply