পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকি উপজেলায় ৬৫০ জন হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ মে) দুপুরের দিকে লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, সেমাই ও চিনি দেওয়া হয়। পটুয়াখালী জেলায় ৭ পদাতিক ডিভিসন ও এরিয়া কতৃক মানবিক সহায়তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী ৭ আর্টিলারি ব্রিগেড তত্ত্বাবধায়ন ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে এ সহায়তা দেওয়া হয়। সেনানিবাসের কমান্ডার ৭ আর্টিলারি ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থদের মধ্যে এই মানবিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মুনীর হোসেন, মেজর আওলাদ হোসেন ও লেফটেন্যান্ট লুবিয়া কামরুল রায়া।
Leave a Reply