আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা পুরাতন লঞ্চঘাট এলাকায় কান্তার খালের ওপর নির্মিত লোহার সেতুটির স্লিপার বিম ভেঙে গেছে। স্থানীয়রা বাঁশ ও সুপারিগাছ বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বরগুনা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, তাদের অর্থায়নে ২০১২-২০১৩ অর্থবছরে উপজেলার কান্তার খালে এ লোহার সেতুটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। লোহার অ্যাঙ্গেল, হাতল ও খুঁটি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সেতুর স্লিপার ও বিম ভেঙে নদীতে পড়ে গেছে। স্থানীয়রা বাঁশ ও সুপারিগাছের খুঁটি দিয়ে ঠেকনা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছে গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা, খেকুয়ানী, বাইনবুনিয়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন সেতুটি সংস্কার না করায় এখন মারণফাঁদে পরিণত হয়েছে। মানুষের চলাচলের জন্য সেতুটি বাঁশ ও সুপারিগাছের খুঁটি দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া বলেন, জরুরি ভিত্তিতে ওই লোহার সেতুটি সংস্কার অথবা নতুন একটি সেতু নির্মাণ করা দরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে বরগুনা জেলা পরিষদকে জানানো হয়েছে। বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, জরুরি ভিত্তিতে ওই লোহার সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply