বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় রায়হান (১৮), আবু কালাম (৫০), মোফাজ্জল (৫৫), জান্নাত (৩০), শাকিব (১৬) ও ৭ বছরের শিশু লামিয়া গুরুতর আহত হয়। তারা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সুবিধা নিচ্ছেন। তাদের প্রতিপক্ষ মোঃ মান্নানের নেতৃত্বে শাহিন (২৭), শাকিব (২২), মমিন (২৫), রাসেল (২৩), সবুজ (৩০) ও আকতার (২৮) সহ আরো ১০ জন হামলা চালায় এমন অভিযোগ আহতদের। গত শুক্রবার সন্ধ্যায় আহতদের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আহত জান্নাত জানান – তাদের সাথে ও হামলাকারী মান্নান গংদের সাথে টিউবওয়েল ও জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলমান আছে। পূর্বের বিরোধ নিয়ে ঘটনার দিন শালিশ মিমাংসা চলছিল। সেখানে হামলাকারী মন্নান গংরা ভাড়াটে লোক এনে তাদের উপর হামলা চালায়। এসময় তারা গুরুতর আহত হয়। স্থানীয় সালিস মোঃ বাবুল জানান, আমি ঘটনাস্থলে ছিলাম। আমরা সালিশগন জান্নাতের জবানবন্দি শুনতেছিলাম। এমন অবস্থায় মান্নান গংরা উত্তেজিত হয়ে জান্নাত গংদের উপর হামলা চালায়। তবে মান্নান গংরা কিছু বহিরাগত লোকদিয়ে ঘটনাস্থলে অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, জান্নাতের সাথে আমাদের বিরোধ ছিল। সেই বিরোধ নিয়ে শুক্রবার শালিস মিমাংসা হয়। পরে আবার মারামারি হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন (বিপিএম) জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply