চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের নয়টি মাছের আড়ত ও দু’টি মুদি দোকান। শুক্রবার (৭ মে) রাত সাড়ে ৭টার দিকে পূর্ব ঢালচর মৎস্য অবতরণ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কালাম মেম্বারের ৩টি, নান্নু মাতব্বরের ৩টি, কালাম পাটোয়ারীর ৩টি আড়ত ও রিয়াজের একটি মুদি দোকান এবং নুরে আলমের একটি কনফেকশনারী পুড়ে যায়। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর পূর্ব ঢালচর মৎস্য অতরণ কেন্দ্রের একটি মাছের আড়ত থেকে আগুনের সূত্রপাত। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি, পুলিশ ঘটনার তদন্ত করছে।
Leave a Reply