কলাপাড়া প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন (শুশক)। রোববার সকালে সাগরের জোয়ারে কুয়াকাটা সৈকতের লেম্বুরবন সংলগ্ন সৈকতের বালুচরে ডলফিনটি আটকা পড়ে। প্রায় দশ ফুট লম্বা মৃত ডলফিনটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আনুমানিক তিনদিন আগে ডলফিনটি মারা গেলেও তারা শরীর থেকে রক্ত ঝড়ে পড়ার দাগ রয়েছে। স্থানীয় পরিবেশ কর্মী রাজু জানায়, ডলফিনটির শরীর ফুলে রয়েছে। বিভিন্ন স্থান পঁচন ধরেছে। কুয়াকাটায় পর্যটকদের আগমন বন্ধ থাকলেও সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে স্থানীয় দেখতে ভীড় করছে। গভীর সমুদ্রে মাছ ধরা জালে আটকা পড়ে কিংবা জেলেদের ট্রলারের আঘাতে ডলফিন মারা যেতে পারে বলে স্থানীয় জেলেরা জানান। এর আগেও কুয়াকাটা সৈকতে একাধিক মৃত ডলফিন ভেসে আসলেও এ ডলফিন বা শুশকগুলোর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে উদ্যোগ নেয়নি মৎস্য বিভাগ কিংবা কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, কুয়াকাটায় মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। ডলফিন পঁচে যাতে পরিবেশ নষ্ট না হওয়ায় এজন্য সৈকতে মাটি চাপা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply