স্টাফ রিপোর্টার ॥ গতকাল (৯ মে ২০২১) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার উদ্যোগে লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার কর্মসূচী হিসেবে অশি^নী কুমার হলচত্বরে ‘ভ্রাম্যমান মানবতার বাজার’ চালু হয়। অশি^নী কুমার হল চত্বরে দুই শতাধিক শ্রমিক পরিবারকে ও আমতলার মোড়ে দুই শতাধিক শ্রমিক পরিবারকে চাল-ডাল-তেল-আলু-চিনি-দুধ-সেমাই-শাকসবজিসহ ১১ ধরনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদারসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, গত ৬ মে বরিশালের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই খাদ্যসহায়তা কর্মসূচী শুরু হলেও রাজনৈতিক চাপে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি ভেন্যু দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলেও একই রাজনৈতিক চাপে কেউই এগিয়ে না আসায় বাসদের খাদ্য সহায়তা কর্মসূচীর স্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে কোন স্থান নির্ধারণ না হওয়ায় বাসদ গতকাল থেকে ভ্যানে ভ্যানে খাদ্যসামগ্রী নিয়ে ‘ভ্রাম্যমান মানবতার বাজার’ শুরু করেছে। এই কর্মসূচীতে বাসদ নেতৃবৃন্দ সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। মানবতার বাজারে সহযোগিতা করতে চাইলে বিকাশ করুন: ০১৭১১২২৭৫১৯,০১৭২৩৭০৯১৫৫ অথবা নগদ: ০১৭১১২২৭৫১৯।
Leave a Reply