আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়া উপজেলার রথখোলা-তালের বাজার সড়কের একটি ব্রীজের মাঝে গর্ত হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন ওই ব্রীজ দিয়ে শিক্ষার্থীসহ এলাকার লোকজন চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছে। উপজেলা এলজিইডি বিভাগের এই ব্রীজের সংস্কারের ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। স্থানীয় ও সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-তালের বাজার সড়কের ভদ্রপাড়ার ওয়াপদা খালের উপর দীর্ঘ ২০বছর পূর্বে একটি ঢালাই ব্রীজ নির্মাণ করা হয়েছিল। তখন ওই ব্রীজ নির্মাণের সময় নিম্নমানের মালামাল ব্যবহার করায় কাজের মান ভাল করেনি ঠিকাদার। যার কারনে দীর্ঘ ৪-৫বছর পূর্বেই ওই ব্রীজের বিভিন্ন স্থান ভেঙ্গে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তের কারনে ওই ব্রীজ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। গর্তের মধ্যে কাঠ দিয়ে মরটসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিদিন দূঘর্টনার স্বীকার হচ্ছে যাত্রীরা। ওই ব্রীজ দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে। প্রতিদিনই রাতের অন্ধকারে ওই ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছে সাধারন লোকজন ও পথচারীরা। উপজেলা এলজিইডি বিভাগের এই ব্রীজের সংস্কারের ব্যাপারে কোন পদক্ষেপ নেই বলে জানান স্থানীয়রা। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই স্থানের ব্রীজের ব্যাপারে আমাদের প্রকল্প দেওয়া আছে। প্রকল্প অনুমোদন হলেই ব্রীজের নির্মান কাজের টেন্ডার আহবান করা হবে।
Leave a Reply