গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন নিম্ন আয়ের ৭৪ হাজার পরিবার। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭৩ হাজার ৮৩৫টি পরিবারকে ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ভিজিএফ’র ১০ কেজি চালের পরিবর্তে প্রত্যেক পরিবারকে নগদ ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় মুজিববর্ষ উপলক্ষে গলাচিপা উপজেলায় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা বরাদ্দ করেছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৮ হাজার ৮১৪ জন পরিবারের মধ্যে এ নগদ সহায়তার টাকা বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার ভিজিএফ’র ১০ কেজি চালের পরিবর্তে নগদ ৪৫০ টাকা করে পাবেন। এর মধ্যে আমখোলা ইউনিয়নে ৭,৮৮০টি পরিবার, গোলখালী ইউনিয়নে ৯,৩৩০টি পরিবার, গলাচিপা সদর ইউনিয়নে ৫,৫২০টি পরিবার, পানপট্টি ইউনিয়নে ৪,৩২০টি পরিবার, রতনদী তালতলী ইউনিয়নে ৫,৮২৫টি পরিবার, ডাকুয়া ইউনিয়নে ৫,৫৬০টি পরিবার, চিকনিকান্দী ইউনিয়নে ৪,৫২০টি পরিবার, বকুলবাড়িয়া ইউনিয়নে ৪,২৮০টি পরিবার, চরকাজল ইউনিয়নে ৭,৩২০টি পরিবার, চরবিশ^াস ইউনিয়নে ৫,৮৪৫টি পরিবার, গজালিয়া ইউনিয়নে ৩,৬৫৪টি পরিবার, কলাগাছিয়া ইউনিয়নে ৪,৬৬০টি পরিবার এবং গলাচিপা পৌরসভার ৫,০২১টি পরিবারকে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন বলেন, এই উপজেলায় বরাদ্দকৃত অর্থ ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৩ হাজার ৮৩৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রত্যেকটি পরিবার ভিজিএফ’র ১০ কেজি চালের পরিবর্তে নগদ ৪৫০ টাকা পাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ ৪৫০ টাকা প্রতিটি অসহায় হত দরিদ্রদের হাতে সঠিকভাবে পৌছে দেওয়া হচ্ছে। ঈদ-উল-ফিতর আনন্দের সঙ্গে উদযাপনে জন্য এ অর্থ সহায়তা প্রদানে অসহায়, দুস্থ, অতি দরিদ্র ও করোনা পরিস্থতিতে ক্ষতিগ্রস্থ পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে।
Leave a Reply