নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ দিনের মতো নগরীর নতুন বাজার মড়কখোলা পোল এবং কাশিপুর বাজারে ৩ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তার জন্য ভ্রাম্যমান মানবতার বাজার পরিচালিত হয়। আজ এই বাজার থেকে চাল, ডাল, আলু, তেল, আটা, সেমাই, চিনি, দুধ, শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১ নং ওয়ার্ড সভাপতি সেকেন্দার মৃধা, ২৮ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গির হোসেন দিদার, ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সদস্য রিতা বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন সিকদার। এ সময় নেতৃবৃন্দ প্রত্যেক অসহায় দুস্থ পরিবারকে ১ মাসের খাবার ও ৫০০০ টাকা নগদ অর্থ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং সকল এনজিও ঋণ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। আগামীকাল এই ভ্রাম্যমান মানবতার বাজার সকাল ১১টায় অশি^নীকুমার হল চত্তরে এবং বেলা ১২ টায় কাউনিয়া হাউজিং এর চৌরাস্তায় অনুষ্ঠিত হবে।
Leave a Reply