পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের মুসুল্লিরা ঈদুল ফিতর পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি ঈদের জামাতে ইমামতি করেন। বদরপুর দরবার শরীফের অন্যতম পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, নাইজেরিয়া, সোমালিয়াসহ ৭টি রাষ্ট্রে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সেসব রাষ্ট্রে বুধবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে সে কারনে আজ বুধবার আমরা ঈদ-উল-ফিতর পালন করছি। ঈদুল ফিতরের নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং এবং মিষ্টিমুখ করানো হয়। পটুয়াখালী জেলার কয়েকটি এলাকার কিছু সংখ্যক মানুষ একদিন আগে ঈদুল ফিতর পালন করছেন। বিগত বছর গুলোতে মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করলেও এবারই এর ব্যতিক্রম ঘটলো।
Leave a Reply