মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকার ভাগবন্টন নিয়ে বিরোধে হামলায় আহত হয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ী। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় চেয়ারম্যান গোলাম মোস্তফা ইউপি সদস্য সাখাওয়াত হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে শনিবার রাতে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পরই পুলিশ এজাহারভূক্ত আসামী যুবলীগ কর্মী বজলু আকনকে গ্রেফতার করেছে। চেয়ারম্যান গোলাম মোস্তফার অভিযোগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাম দেওয়ানের ইন্ধনে তার ওপর হামলা করা হয়েছে। গোলাম মোস্তফার বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদে অবস্থানকালে বজলু আকনসহ আরও কয়েকজন সেখানে আসেন। তারা ৫০-৬০টি ¯টিপ দিয়ে ওই নামের প্রধানমন্ত্রীর উপহারের টাকা (৪৫০ টাকা করে) দেয়ার দাবী করেন। তখন তিনি (চেয়ারম্যান) সংশ্লিষ্ট সুবিধাভোগীকে নিয়ে আসার জন্য বলেন। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বজলু আকন সহ অন্যরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তার সঙ্গে থাকা ৩ লাখ ১৯ হাজার টাকা নিয়ে যায় এবং ইউনিয়ন পরিষদ ভাংচুর করেছে। মোস্তফা রাঢ়ীর দাবী, ঘটনার সময় ইউনিয়ন আওয়ামীলীগের সালাম দেওয়ান ও ইউপি সদস্য সাখাওয়াত হোসেন ইউনিয়ন পরিষদের বাইরে দাড়ানো ছিলেন। তারাই বজলু আকনসহ হামলাকারীদের পরিষদের ভেতরে পাঠান। মামলার এজাহারে সালাম দেওয়ানের নাম না থাকা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, জীবনের নিরাপত্তার জন্য তিনি সালাম দেওয়ানকে আসামী করেননি। চেয়ারম্যানের অভিযোগ প্রসঙ্গে জানতে সালাম দেওয়ানের মুঠোফোনে একাধিবার কল দেয়া হলে তিনি রিসিভ করেননি। ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের ফোন বন্ধ পাওয়া গেছে। আরেক ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, ওই ঘটনার সময় কোন ইউপি সদস্য পরিষদ কক্ষে ছিলেন না। তবে তিনি শুনেছেন, প্রধানমন্ত্রীর উপহারের টাকা নেয়ার জন্য ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন সুবিধাভোগী চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যান তখন টাকা দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে চেয়ারম্যান ষ্টীল আলমিরার ওপর পড়ে গিয়ে আহত হয়েছেন।
Leave a Reply