মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে জমি বিরোধের জেরধরে হামলায় মাদরাসা ছাত্রীসহ ২জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের আনোয়ার সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহত জহিরুল ইসলাম জানান ষোলঘর গ্রামের আনোয়ার সরদারের সাথে মালেক সরদার ও তার লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে কয়েকদফা সালিশ বৈঠকও হয়। সালিশদের সিদ্ধান্ত উপেক্ষা করে মঙ্গলবার মালেক সরদার ও তার লোকজন বিরোধীয় জমির কাঁঠাল গাছ কেটে ফেললে জহির তাদের জিজ্ঞাসা করতে যায়। এ সময় কথার কাটাকাটির একপর্যায়ে মালেক সরদার ও তার লোকজন দা, শাবল ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে জহিরকে পিটিয়ে মারাত্নক আহত করে। তার ডাকচিৎকারে ভাতিজি চরকালেখান মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী সুরাইয়া এগিয়ে গেলে হামলাকারীরা তাকে ইট দিয়ে মাথা থেতলে রক্তাক্ত জখম করে এবং কাপড় টানাহেচড়া করে শ্লীলতাহানী ঘটনায়। এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply