মঠবাড়িয়া প্রতিনিধি ॥ মঠবাড়িয়ায় বাল্য বিবাহ কে কেন্দ্র করে চার জন কে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আহত সাথী আক্তার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করলে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাফা বাজারের মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বেপারি বাড়িতে। মামলার বাদী সাথী আক্তার জানান, স্থানীয় সাহেব আলীর ছেলে ও ফখরুদ্দিন এর মেয়ের সাথে রবিবার রাতে পারিবারিকভাবে বিবাহের তারিখ ধার্য হলে ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া কে বা কাহারা ৯৯৯ কল করিলে বিবাহ বন্ধ করে সাত হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ছেলে ও মেয়ের পক্ষ ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী রতন বেপারীর পরিবারের লোকজনের উপর সন্দেহ করে রাতেই তাদের বাড়িত হামলা করতে চাইলে রতন ব্যাপারীর পরিবার উপায় না পেয়ে মঠবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে গেলে পুনরায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে মোঃ রাজা মিয়া, সাহেব আলী, পারভেজ হোসেন, মামুন, ইয়াসিন, ফখরুদ্দিন, মহিউদ্দিন, জামাল মিয়া সহ আরও ৮/১০ জন সন্ত্রাসী মিলে মিজানুর, মোসাঃ জেসমিন, আলামিন, সাথী নামে ৪ জনকে কুপিয়ে পিটিয়ে আহত করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক মিজানুর ও জেসমিন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আলামিন ও সাথি কে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ ভর্তি করেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় গতকাল মঙ্গলবার সকালে সাথী আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সাফা এলাকার ফখরুদ্দিন নামে একজন আসামী গ্রেফতার করেছে।
Leave a Reply