রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
আগৈলঝাড়ায় বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে-জহির উদ্দিন স্বপন দেশ চলবে সংবিধান অনুযায়ী ইচ্ছা অনিচ্ছায় পরিবর্তন হতে পারবে না–খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন সরাসরি ভোটে গৌরনদীর টরকী বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন মহিলা দলের ৪৬ তম জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু ছয় বছর পর নিজ নির্বাচনী এলাকায় হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত সান্টু  বাকেরগঞ্জের সাংবাদিক হাবিবের উপরেহামলাকারী মামলার এজাহারভুক্ত আসামি , শফিকুল ইসলাম রিপন শ্রী ঘরে , গৌরনদীতে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির সমাবেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গৌরনদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলেদের চাল চেয়ারম্যানের পেটে

জেলেদের চাল চেয়ারম্যানের পেটে

নিজস্ব প্রতিবেদক ॥ জেলেদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে খাদ্য সহায়তার (বিশেষ ভিজিএফ) পুরো চাল করোনা সংকটের মুহুর্তেও আত্মসাত করেছেন এক ইউপি চেয়ারম্যান। পরবর্তীতে নিজের অপকর্ম ঢাকতে ওই চেয়ারম্যান চালের পরিবর্তে তালিকাভূক্ত কয়েকজন কার্ডধারীর মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের।

সুবিধা বঞ্চিত জেলে, ইউপি সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান তার নিকট আত্মীয়, ব্যবসায়ী, কৃষক, প্রবাসীসহ অন্য পেশার অধিকাংশ ব্যক্তির নাম জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তার (চেয়ারম্যান) অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকৃত জেলেরা সরকারের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। তাই বিষয়টি নিয়ে জেলে ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার বার্থী ইউনিয়নের সদস্য (মেম্বর) বজলুর রশিদ অভিযোগ করেন, বার্থী ইউনিয়নে ৮০ জন জেলের প্রত্যেকের নামে বরাদ্দকৃত চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৮০কেজি চাল সঠিকভাবে বন্টন করা হয়নি। চাল বিতরনে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন চেয়ারম্যান শাহজাহান প্যাদা।

এ কারণে আমার ওয়ার্ডের অধিকাংশ জেলেরা গত দুই মাসের বরাদ্দকৃত চাল পায়নি। জেলেদের চাল বিতরনের অনিয়মের বিষয়টি জানাজানি হওয়ার পর চেয়ারম্যান কয়েকদিন আগে বার্থীসহ বিভিন্ন এলাকার কিছু সংখ্যক জেলের মাঝে ৫০০ থেকে এক হাজার টাকা করে বিতরন করেছেন। পশ্চিম বার্থী গ্রামের ২৭ জন জেলেকে চালের বদলে নগদ এক হাজার টাকা প্রদান করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বার্থী গ্রামের জেলে অমূল্য হালদার, কালাম সরদার অভিযোগ করে বলেন, এ বছর কোন খাদ্য সহায়তা পাইনি। জেলে না হয়েও আমার এলাকার অনেকের নাম তালিকায় রয়েছে, তারা ত্রানও পাচ্ছেন। ওই গ্রামের জেলে মন্টু হাওলাদার ও আলম হাওলাদার বলেন, আমরা কিছুই পাইনি। কয়েকদিন আগে স্থানীয় মৎস্য চাষী তরনী রায়ের মাধ্যমে আমাদের কয়েকজন জেলেকে এক হাজার করে টাকা পৌঁছে দিয়েছেন ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা। একইভাবে তাঁরাকুপি গ্রামের পলাশ রায় ৫০০ টাকা পেয়েছেন বলে জানান।

তবে জেলেদের চাল আত্মসাৎ ও তাদের মাঝে চালের পরিবর্তে টাকা প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন বার্থীর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা। তিনি জানান, আমি কোন অনিয়ম করিনি, আমার ইউনিয়নে ৮০ জন জেলের নামে বরাদ্দকৃত ২ মাসের চাল আমি ১৬০ জন জেলের মাঝে ভাগ করে দিয়েছি।

উপজেলা মৎস্য অফিসার সৈয়দ নজরুল ইসলাম জানান, চলতি বছর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৮৫৫ জন কার্ডধারী জেলের নামে খাদ্য সহায়তার সরকারি চাল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে খাঞ্জাপুর ইউনিয়নের ১১১ জন, বার্থী ইউনিয়নের ৮০জন, চাঁদশী ইউনিয়নের ৮০জন, মাহিলাড়া ইউনিয়নে ৯০জন, বাটাজোর ইউনিয়নের ৯০জন, নলচিড়া ইউনিয়নের ১৫০জন, সরিকল ইউনিয়নের ১৫০জন ও পৌরসভায় ১০৪ জন জেলে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছেন।

তিনি আরও জানান, বিধি মোতাবেক জাটকা ধরা থেকে বিরত থাকা প্রত্যেক জেলে পরিবারকে বছরের ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এই চার মাসে ৪০ কেজি করে মোট ১৬০কেজি চাল দেয়ার সরকারী নির্দেশ রয়েছে। দুই কিস্তিতে এ চাল বিতরন করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকবার একত্রে দুই মাসের জন্য ৮০ কেজি করে সরকারী ত্রানের চাল পাবেন প্রত্যেকটি জেলে পরিবার। চলতি বছরের ফেব্রুয়ারী ও মার্চ মাসের বরাদ্দ চাল গত দেড় মাস আগে দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই গৌরনদীর ৮৫৫জন জেলেদের মাঝে পূর্নরায় এপ্রিল ও মে মাসের চাল বিতরন করা হবে।

অনিয়মের বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, জেলেদের মাঝে চাল বিতরনে অনিয়ম হয়েছে তা আমার জানানেই। মৎস্য অফিসার ও ত্রানের চাল বিতরন কাজে সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররাও আমাকে কিছুই জানননি। তবে এ ব্যাপারে সুনিদৃষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com