চরফ্যাসন প্রতিনিধি॥ পেশাগত দ্বায়িত্ব পালন কালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগে আটকে রেখে হেনস্তা ও হয়রানি মূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে চরফ্যাসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে প্রেসক্লাব চত্ত্বরে চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তরা বলেন, রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হলো সাংবাদিকরা। সাংবাদিকদের কন্ঠরোধ করতেই একটি মহল এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যা বাংলাদেশের গনমাধ্যমে নজিরবিহীন ঘটনা। শুধু রোজিনা ইসলাম নয় বিভিন্ন সময় বাংলাদেশে কারনে অকারনে অনেক সংবাদকর্মীরা হেনস্তার শিকার হয়েছে। সরকারের কাছে একটা মাত্র দাবী দ্রুত সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহন করতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত. আমির হোসেন, শহিদুল ইসলাম দুলাল, আবু সিদ্দিক, আবুল খায়ের নাজু, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম জামাল, প্রেসক্লাব যুগ্মসাধারন সম্পাদক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, নয়াদিগন্ত প্রতিনিধি কামরুজ্জামান, কোষাধক্ষ্য মিজান নয়ন, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের প্রচার সম্পাদক অশোক সাহা, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী, বার্তাবাজার প্রতিনিধি আরিফ হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি ইলিয়াস আহমেদ, নোমান চৌধুরী, নুরুল্লাহ ভূইয়া, সামসুদ্দিন হাওলাদার, প্রমুখ। চরফ্যাসনে কর্মরত সাংবাদিকসহ সকল পেশার মানুষরা অংশ নেন।
Leave a Reply