পটুয়াখালী প্রতিনিধি ॥ মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে সাগরে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে সাগরের মোহনায় অভিযান শুরু করেছেন জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড সদস্যরা। এ সময় সমুদ্রের মোহনায় পায়রা নদীতে অভিযানে পটুয়াখালী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. সোহেল মাহমুদসহ পটুয়াখালী কোস্টগার্ড সদস্যদের কাজ করতে দেখা গেছে। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকবে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ৬৫ দিনের অবরোধ সফল করতে সামুদ্রিক মৎস্য আইন ২০২০-এর ধারা-৩ এর উপধারা-২ এর ক্ষমতাবলে গত ১৩ এপ্রিল এ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয়। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত ৪৭ হাজার ৮০৫ জন জেলে রয়েছেন। ৬৫ দিন অবরোধে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হবে। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদ্যাদুল্ল্যাহ্ বলেন, সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। অবরোধ সফল করতে জেলেদের সঙ্গে সচেতনতা সভা, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধকালে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক ভিজিএফের বরাদ্দ দিয়েছেন। জুন মাসের প্রথম সপ্তাহে শতভাগ জেলেকে চাল বিতরণ করা হবে।
Leave a Reply