স্বরূপকাঠী প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে স্কুলপড়ুয়া এক ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বর ও কনে উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। জানা গেছে, বুধবার রাতে উপজেলার জলাবাড়ির গ্রামের পুনম দাসের মেয়ের সঙ্গে বাগেরহাটের মোড়লগঞ্জের সুজিত দাসের ছেলে সমির দাসের সঙ্গে বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী রাতেই পুলিশের সহায়তায় বিয়েবাড়িতে উপস্থিত হন। কিন্তু তিনি বিয়েবাড়িতে পৌঁছার আগেই বিয়ের কার্য সম্পন্ন হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে বরের ভাই প্রসেনজিৎ দাসকে ১০ হাজার টাকা এবং কনের বাবা পুনম দাসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উভয় পক্ষের অভিভাবকরা কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বর-কনে একে অপরের বাড়িতে আসা যাওয়া না করার মুচলেকা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাল্যবিবাহ নিরোধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply