নলছিটি প্রতিনিধি ॥ করোনা ভাইরাসে আক্রান্ত মাকে নিয়ে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেল চালিয়ে হাসাপাতালে ভর্তি করে মাকে বাঁচিয়েছেন। সেই ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটু কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জিয়াউল হাসান টিটু’র মা পেশায় একজন শিক্ষিকা তিনি নলছিটির বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার,ঝালকাঠী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কেএম সবুজ, ক্রীড়া সম্পাদক অলোক সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, ঢাকা পোস্ট’র ঝালকাঠি প্রতিনিধি মো. ইসমাইল প্রমুখ। শিক্ষিকা রেহেনা বেগম তার অনূভুতি জানাতে গিয়ে বলেন, আমি প্রতিটা বছর বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বলি সবসময় মায়ের দিকে খেয়াল রাখবে। হয়তো সেই উপদেশটা আল্লাহতায়ালা আমার ছেলেদের উপর কবুল করেছেন। উপজেলা চেয়ারম্যান বলেন টিটু যেটা করেছে সেটা সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। এসময় তিনি জিয়াউল হাসান টিটুর বাবার কথা স্মরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একজন মায়ের প্রতি যে তার ভালবাসা সেটা আমাকে সত্যিই অভিভূত করেছে। তাকে সংবর্ধনা দিয়ে আমরা তার মায়ের প্রতি ভালোবাসায় শরিক হতে পেরে আনন্দিত। এসময় জিয়াউল হাসান টিটু বলেন, মায়ের প্রতি আমি যেটা করেছি সেটাই হওয়া উচিত এর ব্যতিক্রম হওয়ার কোন প্রশ্নই আসে না। সংবর্ধনা দেওয়ায় তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগত অতিথিবৃন্দ জিয়াউল হাসান টিটুর হাতে একটি ক্রেস্ট তুলে দেন এবং তার মাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
Leave a Reply