বিশেষ প্রতিনিধি ॥ মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমন ঠেকাতে চলমান কঠোর লকডাউনের মধ্যেও থেমে নেই সহিংসতা আর প্রাণহানির ঘটনা। রাজনৈতিক বিরোধ, পূর্ব শত্রুতাসহ নানা বিরোধে একের পর এক ঝড়ছে তাজা প্রাণ। এক পরিসংখ্যানে দেখা গেছে, চলমান লকডাউনের মধ্যে গত এক মাসে বৃহত্তর বরিশাল বিভাগে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যারমধ্যে দুইটি রাজনৈতিক এবং বাকিগুলো জমিজমা ও পারিবারিক দ্বন্ধে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২১ মে সকালে নগরী আমানতগঞ্জ এলাকার খাল থেকে নিখোঁজ শিশু সবুজ মন্ডলের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, সবুজকে হত্যা করে লাশ খালে ফেলা হয়েছে। নগরীর ৬ নম্বর ওয়ার্ড হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা এলাকার বাসিন্দা লিটন মন্ডলের পুত্র সবুজ মন্ডল। সবুজের পরিবারের দাবি, অতিসম্প্রতি মোবাইল চুরির অপবাদে স্থানীয় কয়েকজন ব্যক্তি সবুজকে মারধর করে। সেসময় তারা সবুজকে পরবর্তীতে মেরে ফেলারও হুমকি দেয়। স্বজনদের ধারণা সেই হুমকিদাতারাই সবুজকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে। একইদিন বিভাগের বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনদিন নিখোঁজের পর ২১ মে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের শরীরের নয়টি কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাগ্নে মিজানুর রহমান ও নাসির উদ্দিনকে আটক করেছে পুলিশ। এর আগে গত ১৯ মে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামের একটি বিয়ে বাড়িতে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন দুইজন। নিহতরা হলেন-স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুস ছাত্তার ঢালী ও সিদ্দিকুর রহমান। ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বেপারী এবং একই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল উদ্দিন ঢালীর মধ্যে নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে কালাম বেপারী ও তার সহযোগিরা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের। জোড়া খুনের ঘটনায় ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ মে গৌরনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে ভিজিডি কার্ডের মালামাল নিয়ে দ্বন্ধের জের ধরে চাচা মিন্টু মৃধার ও তার পরিবারের সদস্যদের হামলায় ভাতিজা রামিন মৃধা (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই তোফাজ্জেল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ মে দিবাগত রাতে বিভাগের ঝালকাঠির রাজাপুর উপজেলার চরহাইলাকাঠি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে আবদুল হালিম খলিফা (৪৮) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজনে। এই ঘটনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে হুকুমের আসামি করে একজন সেনা সদস্যসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঈদেরদিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাটাখালী এলাকায় মনির সিকদার নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে এ হত্যাকান্ডের ঘটনায় গত ১৭ মে থানা পুলিশ জাকির আকন নামের একজনকে গ্রেফতার করেছে। গত ১৬ মে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী লোন্দাগ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী রুবিনা আক্তারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল খলিফার বিরুদ্ধে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ শিমুলকে গ্রেফতার করেছে। গত ১২ মে গলাচিপায় গরু চুরির অভিযোগে আলামিন সরদার (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। মাসের শুরুতে গত ২ মে পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের পাঁচ বছরের এক শিশুকে নির্যাতন করে হত্যার ঘটনায় নিহতের বাবা ও সৎ মাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply