নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গত এক সপ্তাহ ধরে মাঝারী তাপদাহ বিরাজ করছে। প্রখর রোদ এবং তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। বিপন্ন প্রাণীকূল। তবে বাতাস প্রবাহ স্বাভাবিক থাকায় দহন কিছু কম রয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিছুর রহমান জানান, গত কয়েক দিন ধরে বরিশালে মাঝারী তাপদাহ বিরাজ করছে। রবিবারও বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশে প্রখর রোদ, আছে ফিকে মেঘও। তবে বাতাস প্রবাহ স্বাভাবিক থাকায় দহন কিছু কম। তবে সোমবার থেকে বরিশালে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিছুর রহমান। বরিশালে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ২৫ এপ্রিল ৩৮.৮ ডিগ্রি সেলিসিয়াস।
Leave a Reply