স্টাফ রিপোর্টার ॥ ঘুর্নিঝড় ইয়াস’র আঘাতে জেলার হিজলা উপজেলার বাঁধের তিনশ’ মিটার ভেঙ্গে গেছে। বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মেরামত করা হয়েছে। এছাড়া জেলার দশটি উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে কাঁচা ঘরবাড়ি, রাস্তা, ব্রিজ, কালভার্ট, মাছের ঘের, ফসল ও পানবরজের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বরিশাল সদর উপজেলার চারটি ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পরেছেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে দশ উপজেলার নির্বাহী অফিসারগণ সরেজমিনে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেছেন। সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি শ্রীপুর ইউনিয়নের বহেরচরের পাঁচটি ঘর পানির চাঁপে ধ্বসে পরেছে। ঘূর্ণিঝড়ের কারণে পানির চাঁপে জয়নগর, দড়িরচর-খাজুরিয়া, বিদ্যানন্দপুর ইউনিয়নের বিভিন্ন বাঁধ, রাস্তা, ব্রিজ ও কালভার্টের ক্ষয়ক্ষতি হয়েছে। দড়িচর-খাজুরিয়া ইউনিয়নের ৮নং ওর্য়াডের সিকদারহাটে অবস্থিত কমিউনিটি ক্লিনিক নদী ভাঙনের মুখে পরেছে। চাঁদপুর ইউনিয়নের নির্মানাধীন রাস্তা ভেঙ্গে গেছে এবং বিদ্যুতের লাইনের ক্ষতিসাধিত হয়েছে। মুলাদী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কাজিরচর ইউনিয়নের ফাইভ স্টার মৎস্য খামারসহ ছয়টি মাছের ঘের। আকস্মিক পানি বৃদ্ধিতে কাজিরচর ইউনিয়নের গুচ্ছ গ্রাম সড়ক এবং চরকমিশনার থেকে বাহাদুরপুরের কার্পেটিং সড়ক ভেঙ্গে গেছে। চরকালেখান ইউনিয়নে পানির স্রোতে সড়ক ভেঙ্গে গেছে। কয়েকটি ইউনিয়নে মাছের ঘের প্লাবিত হয়েছে। হিজলা উপজেলায় তিনশ’ মিটার বাঁধ ভেঙ্গে পানি ঢুকে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন ইউনিয়নের কাঁচা-পাকা রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মেরামত করা হয়েছে। উপজেলার নিন্মাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে ফসলের ক্ষেত, মাছের ঘের, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকেরগঞ্জের নিয়ামতি ও গাড়ুরিয়া ইউনিয়নে দুইজন শিশু পানিতে ডুবে মারা গেছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, শায়েস্তাবাদ, চন্দ্রমোহন ও চরমোনাই ইউনিয়নে জোয়ারের প্রভাবে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পরেছেন। উপজেলার বিভিন্নস্থানে মাছের ঘের প্লাবিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় পুকুরের মাছ ভেসে গেছে। উজিরপুর উপজেলায় পাঁচটি ইউনিয়নে জোয়ারের পানিতে ফসলের ক্ষয়ক্ষতি ও উজিরপুর-সাতলা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বানারীপাড়া, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নদী ও খালে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষেত, পানবরজ ক্ষতি হওয়ার পাশাপাশি মাছের ঘের ও পুকুর থেকে মাছ ভেসে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, ঘূর্ণিঝড় ইয়াস’র আঘাতে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
Leave a Reply