হিজলা প্রতিনিধি ॥ ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বৃহস্পতিবার সকালে জেলার হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মারা গেছে। নিহতরা হলো-ওই গ্রামের শামসুল হক হাওলাদারের পুত্র কাসেম হাওলাদার (৫৫) ও তার পুত্র মোকতার হাওলাদার (৩০)। তাদের উদ্ধার করতে গিয়ে কাসেমের অপর পুত্র মনির হোসেনও গুরুত্বর আহত হয়েছেন। জানা গেছে, ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য কাসেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যায়। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের একটি ইটভাটার কাছাকাছি চলে যায়। সেখান থেকে ছাগলটি সরাতে গিয়ে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হয়ে কাসেম বিদ্যুতায়িত হন। বিষয়টি কাসেমের পুত্র মোকতার দেখে বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে মনির হোসেনও গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসকেরা কাসেম ও মোকতারকে মৃত বলে ঘোষনা করেন। অপর আহত মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুত ব্যবহার করতো ইটভাটার লোকজনে। ঘটনার পর তারা তারগুলো সরিয়ে ফেলেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply