রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ পৌরসভা একটি নদী বেষ্টিত এলাকা। বাকেরগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে ৪ টি ওয়ার্ডই তুলাতলী নদীর খাবলে পড়েছে। এর মধ্যে অনত্যম ওয়ার্ড হচ্ছে ০২ নং ওয়ার্ড এখানকার প্রায় ঘর বাড়ি নদীর তীরে অবস্থিত। ২ নং ওয়ার্ড একটি নদী বেষ্টিত এলাকা এখানকার সাধারণ মানুষের ঘর বাড়ি বন্যা,ভারি বিষ্টি সহ জোয়ারের পানিতে ডুবে যায়। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার জোয়ারে পানি বেড়ে যাওয়ার এলাকার আঙ্গিনা সহ ঘর বাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়। ২ নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান ২ নং ওয়ার্ডটি হচ্ছে পৌরসভার মূলকেন্দ্র। বাকেরগঞ্জ সদর রোড একটি ব্যবসায়িক বানিজ্য, সরকারি ব্যাংক, অফিস আদালত দ্বারা নিম্মেজিত। এখানকার সদর রোডের পকেট রোড এম রহমান সড়ক, এম রহমান সড়ক সহ বহু রাস্তা ও পার্শ্ববর্তী ঘর বাড়ির উঠান আঙ্গিনা সহ বন্যায় তলিয়ে যায়। ০২ নং ওয়ার্ডবাসীর দাবী মাননীয় মেয়র সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানাচ্ছে যাতে করে পৌরসভার তুলা তলী নদী বেষ্টিত ওয়ার্ড গুলোকে বাঁধ নির্মাণ করে সাধারণ পরিবার বর্গের বসবাসের উপযোগী করে তুলেন এমনটাই আশাবাদী সাধারণ মানুষ।
Leave a Reply