পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে জোয়ারে প্লাবিত উপকূলীয় বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট। শুক্রবার (২৮ মে) বিকেলে সদর উপজেলাধীন পায়রা ফেরিঘাট এলাকায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি ও জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান শবির, কার্যনির্বাহী সদস্য মো. আবু নাঈম, ইউনিটের সহকারী পরিচালক মো. ফারুক হোসেনসহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবী সদস্যরা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, চিনি, বিশুদ্ধ পানি, বিস্কুট, স্যালাইন, মাস্ক ও ব্যাগ। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ত্রিপল।
Leave a Reply