নিজস্ব প্রতিবেদক ॥ ‘করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুন’ শ্লোগান নিয়ে বরিশালে ‘নিরাপদ মাতৃত্ব’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিনামূল্যে প্রসুতি মা’দের সেবা ওষুধ প্রদান করা হয়। ‘অবস্ট্রাক্ট গাইনোক্লোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’ বরিশাল শাখার উদ্যোগে নগরীর সদর রোডের বেসরকারি ‘ল্যাব এইড’ ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা প্রদান করা হয়। ওজিএসবি বরিশাল শাখার সভাপতি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিখা সাহাসহ কমিটির অন্যান্য সদস্যরা প্রসুতি মায়েদের সেবা প্রদান করেন। এসময় তাদের বিনামূল্যে যাবতীয় ওষুধ দেওয়া হয়। করোনাকালে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশী প্রসূতি মায়েরা। ঝুঁকি নিয়ে ডাক্তাররা সেবা না দিলে নিরাপদ মাতৃত্ব সম্ভব ছিলো না বলে জানিয়েছেন সেবা গৃহীতারা। এছাড়াও গাইনোকোলজিস্টরা সবসময় প্রসূতি মায়েদের সেবায় নিয়োজিত আছেন বলে জানিয়েছেন ওজিএসবি’র বরিশাল বিভাগীয় প্রধান। এদিকে, ওজিএসবি বরিশাল শাখার উদ্যোগে শের-ই বাংলা মেডিকেল কলেজের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওজিএসবি’র বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা. শিখা সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. ইশতিয়াক হোসেন। সভায় বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান শাহিন
Leave a Reply