মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ তিন শত পরিবারের মাঝে নৌবাহিনীর উদ্যোগে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। নৌবাহিনীর জাহাজ ‘অদম্য’ শুক্রবার সকালে এসে মনপুরার নায়েবের হাট মৎস্য ঘাটে এসে পৌছায়। মনপুরায় অবস্থান করা কোস্ট গার্ডের সহযোগিতায় উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২৮ মে) সকাল ৮ টায় উপজেলার নায়েবের হাট বাজার এলাকায় এই খাদ্য ও চিকিৎসা সহায়তা সমগ্রী বিতরন করা হয়। উক্ত সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী। এসময় জরুরী খাদ্য সহায়তা হিসেবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে প্ররিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নৌবাহিনীর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।
Leave a Reply