নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করার চেষ্টার প্রতিবাদে বরিশালে জরুরী সভা করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন। সংগঠনের আঞ্চলিক শাখার উদ্যোগে শনিবার দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে জরুরী সভায় বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রসহ ১৮ ধরনের নাগরিক সেবা দিয়ে আসছে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র কার্ডের সেবা অন্য একটি মন্ত্রণালয়ে ন্যাস্ত করার পায়তারা শুরু হয়। সভায় ওই পায়তারার তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ অনলাইনভিত্তিক এই নাগরিক সেবা দিয়ে আসছে। এ কারণে এই দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত বলে মতামত দেন তারা।
Leave a Reply