নিজস্ব প্রতিবেদক ॥ টিসিবির ডিলারের ব্যবসার ক্ষতি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিসিবি বরিশাল শাখার ডিলার মো. মশিউর রহমান রোববার (০৩ মে) কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি রোববার দিনগত রাতে টিসিবির ডিলার মো. মশিউর রহমান মোবাইল ফোনে এবং জেলা প্রশাসনের মিডিয়া সেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ২ মে বিকেলে মিনি ট্রাকে করে বরিশাল নগরের সোনামিয়ার পুল বাজারে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছিলেন ডিলার মশিউর রহমান। এসময় রবিউল ইসলাম রিপন নামে স্থানীয় এক ব্যক্তি পণ্য বিক্রয়ে বাধা দেন এবং জানতে চান কার অনুমোদন নিয়ে পণ্য বিক্রি হচ্ছে এবং বাজার কমিটির অনুমোদন কেন নেওয়া হয়নি। ওই এলাকায় পণ্য বিক্রি করতে হলে বাজার কমিটির অনুমতি লাগবে জানিয়ে ডিলার ও ট্যাগ অফিসারকে শারিরীক ও মানসিকভাবে হেনস্থা এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
পরে তিনি ডিলারের কর্মচারী জাহাঙ্গীরকে একটি থাপ্পর মারেন এবং ট্যাগ অফিসারের পরিবার নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। বিষয়টি ট্যাগ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে গেলে তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। পরবর্তীকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সার্বিক দিক বিবেচনা করে রবিউল ইসলাম রিপনের অপরাধ আমলে তাকে নিয়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, এ ঘটনার পরের দিন ৩ মে বিকেল ৫টা ৪ মিনিটে বাসায় অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ডিলার মশিউর রহমানের ফোনে পরিচয় গোপন করে এক ব্যক্তি কল করেন এবং ট্যাগ অফিসারের মোবাইল নম্বর চান। ডিলার ট্যাগ অফিসারের মোবাইল নম্বর কেন দেবেন জানতে চাইলে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ডিলারের ট্যাগ অফিসার ও ২ মে ঘটনার সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নামে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। এছাড়া ডিলারের ব্যবসার বারোটা বাজানো এবং ম্যাজিস্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি দেন ওই ব্যক্তি। শনিবার (০২ মে) সংঘটিত এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম রিপন পেশায় একজন আইনজীবী। তাকে রোববার জামিন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।
Leave a Reply