চরফ্যাশন প্রতিনিধি॥ নদীতে দুই মাসের মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞার ধকল না কাটতেই সাগরের ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে ভোলার চরফ্যাশনের প্রায় অর্ধ লক্ষাধিক অভাবগ্রস্থ জেলে পরিবার দিশাহারা হয়ে পড়েছেন। দিশেহারা এসব জেলে পরিবারগুলো সরকারিভাবে প্রাপ্য খাদ্য সহায়তা থেকেও ঠকেছেন। চরমাদ্রাজ ইউনিয়নে ভিজিডির চাল বিতরণের অনিয়মের ফলে ট্যাগ অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা চাল বিতরণ স্থগিত করেছেন। উপজেলা মৎস্য অফিস জানায়, উপজেলায় ৬৯ হাজার ২৫০ জন নিবন্ধিত জেলে রয়েছেন। কার্ডধারী জেলে প্রায় ২১ হাজার। এসব জেলের মধ্যে জাটকা আহরণে বিরত থাকা ১৯ হাজার ৩৩ জনকে ফেব্রুয়ারী-মার্চ দুই মাসে ৮০ কেজিহারে ১ হাজার ৫ শত ২২ দশমিক ৬৪ মেট্টিক টন চাল বরাদ্দ দেন। দ্বিতীয় ধাপে ২০ হাজার ১৬১ জনকে এপ্রিল-মে মাসের ১ হাজার ৬ শত ১২ দশমিক ৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেন। সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় ১৭ হাজার ৫৬১ কার্ডধারী জেলের জন্য ৫৬ কেজি হারে চাল বরাদ্ধ পেয়েছেন। জাটকা আহরণের বিরত থাকা জেলেদের চার মাসের চালের ডিউ দেয়া হয়েছে। সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের বরাদ্দের ডিউদু‘ এক দিনের মধ্যে দেয়া হবে।
Leave a Reply