স্টাফ রিপোর্টার ॥ যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে পালিত হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। গতকাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (৬ জুন পর্যন্ত) যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে পালিত হয় গণস্বাক্ষর কর্মসূচি। করোনার প্রকোপের কারনে দীর্ঘ ১৫ মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তারিখ দিলেও আজও খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠান।মাঝে কিছু দিন কওমী মাদ্রাসা খোলা থাকলেও এখন বন্ধ আছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটির বদৌলতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ না করে মনোযোগ দিচ্ছে অনলাইন গেমস এর দিকে। এদিকে শিক্ষা মন্ত্রী গতকাল স্পষ্ট করেই বলেছেন করোনা সংক্রমণের হার ৫% এর নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কথা। অন্যদিকে প্রতিষ্ঠান খোলার দাবী নিয়ে রাজপথে নেমেছে ইশা ছাত্র আন্দোলন এবং ঘোষণা করেছে দীর্ঘ এক কর্মসূচি। শিক্ষা মন্ত্রণালয় যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হীনতায় ভুগছে ঠিক এমনই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ৬জুন পর্যন্ত চলবে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার গণস্বাক্ষর কর্মসূচি। ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান,কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজ থেকে ৬ জুন পর্যন্ত চলবে গণস্বাক্ষর কর্মসূচি। ৭ জুন ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন এবং ডিসি মহোদয় বরাবর সংগৃহিত গণস্বাক্ষর শিট ও স্মারকলিপি পেশ সহ কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করবে তারা।
Leave a Reply