বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন রহমতপুর চাঁদপাশা ইউনিয়ন সড়কের ২০০মিটার ইটের সলিং আড়িয়াল খাঁ নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে দূর্ভোগে পড়েছে পাচঁ গ্রামের মানুষ। এ ছাড়া হুমকিতে রয়েছে মীরগঞ্জ ফেরিঘাটসহ শতাধীক মীরগঞ্জ বাজার ব্যবসাীয়সহ ১০টি বসতবাড়ি। স্থানীয়রা জানান,ওই স্থানের আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা ও পাশ্ববর্তী চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দারা এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করে আসছে। পানি উন্নয়ন বোর্ড শুকনার সময় ভাঙন রক্ষার্থে হাত পা গুটিয়ে ছিল। র্বষার সময় তড়িঘড়ি করে সংযোগ সড়ক রক্ষার্থে জিওব্যাগ বালুর বস্তা নদীতে ঢিলেঢালেভাবে নদীতে ফেলছে। ঠিকাদারের গাফলতির কারণে সংযোগ সড়কটি আড়িয়াল খাঁ নদীতে বিলীন হয়ে গেছে। বুধবার সরেজনি গিয়ে স্থানীয়দের সাথে আলাপ কালে জানা গেছে পানি উন্নয়ন র্বোড গত বছর ৩৫লাখ টাকা এবং চলতি বছরে আবারও একই জায়গায় ৩৫লাখ টাকা বরাদ্দ করলেও কাজের কাজ কিছুই হয়নি। এ বিষয় রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, গত বছর একদিনে পাচঁটি বসতবাড়িসহ গুরুত্বপূর্ন স্থাপনাসহ সড়কের একাংশ বিলীন হয়ে যায়। তৎকালিন সময় পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদার সঠিক ভাবে ভাঙন রক্ষাবাধ মেরামত হয়নি। তিনি আরো বলেন চলতি বছর পানি উন্নয়ন বোর্ড সংযোগ সড়ক রক্ষার্থে পূর্নরায় ৩৫লাখ টাকা বরাদ্দ করা হলে ঠিকাদার নিদিষ্ট সময় বালুভর্তি বস্তা নদীতে না ফেলার কারণে সড়কটি রহমতপুর-চাঁদপাশা সড়কটি আড়িয়াল খাঁ নর্দীও গর্ভে চলে যায়। হুমকির মূখে রয়েছে মীরগঞ্জ ফেরিঘাট ও মীরগঞ্জ বাজার। বরিশাল জেলা পাউবি উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন,নদীগর্ভে বিলীন সড়ক শিগরিই এলজিডির মাধ্যমে সংস্কার করা হবে। তিনি আরো বলেন সিডিউল অনুযায়ী বালু ভর্তি জিওব্যাগ তৈরি করতে ঠিকাদার মের্সাস যমুনা করপেরেশন না করায় কাজটি বিলন্ব হয়েছে।
Leave a Reply