মো: লুৎফুল হাসান রানা, কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেয়ার দাবিতে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের কুয়াকাটা টোয়াক’র সদস্যরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা এ স্মারক লিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে টোয়াক সদস্যরা উল্লেখ করেন, বর্তমানে কুয়াকাটা পর্যটনের সাথে সরাসরি সম্পৃক্ত ১৮ টি পেশার প্রায় ৫ হাজার লোকের রোজগার পুরোপুরি বন্ধ থাকায় প্রতিটি পরিবারের দিন কাটছে অনেক দু:খে-কষ্টে। তাই স্বাস্থ্যবিধি মেনে তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেয়ার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়া তুষার, কলাপাড়া রিােপর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলেট আকন, টোয়াকের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, রানা হাসানসহ টোয়াকের সদস্যরা। উল্লেখ্য, ১ এপ্রিল থেকে করোনা ভাইরাসের সংক্রম রোধে কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর পর থেকে কুয়াকাটায় পর্যটক আগমনসহ সকল হোটেল মোটেল বন্ধ রয়েছে।
Leave a Reply