চরফ্যাসন প্রতিনিধি॥ ভোলার দক্ষিণ বঙ্গপোসাগর মোহনায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অপেক্ষা করে মাছ শিকারের দায়ে এফভি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা সামুদ্রিক ট্রলার আটক করা হয়েছে। বৃহস্পতিবার কোষ্টগার্ড ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৭৫ কেজি বিভিন্ন প্রজাতের মাছসহ ঢালচরের দক্ষিনের বঙ্গপোসাগর মোহনা থেকে ট্রলারটিকে আটক করা হয়। জানাযায়, গভীর সাগর মোহনায় সকল ধরনের মাছ শিকারের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমভি মায়ের দোয়া নামের একটি সামুদ্রিক ট্রলার ঢাল চরের দক্ষিনের সাগর মোহনায় মাছ শিকারের যান। এসময় কোষ্টগার্ড ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ট্রলারটিকে আটক করেন। এবং ৭৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও জাল জব্দ করেন। আটককৃত ট্রলার মালিকের ৪০ হাজার টাকা জরিমানা ও ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির ৭৫ কেজি মাছ নিলামে ২০ হাজার টাকা বিক্রি করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, আটককৃত ট্রলার মালিকের ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৭৫ কেজি মাছ নিলামে ২০ হাজার টাকা বিক্রি করা হয়।
Leave a Reply