বিনোদন ডেস্ক ॥ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত প্রথম সিনেমা ‘আগামীকাল’। গত ৩ জুন (বৃহস্পতিবার) কোনো রকম কাটছাট ছাড়াই প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে ছবিটি। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ ছবির কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম ও সূচনা আজাদ। এছাড়া আছেন আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী, সাবেরী আলম। এখানে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত অভিনেতা এস এম মহসিনও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। দুজন মেয়ের জার্নি নিয়ে এগিয়েছে ‘আগামীকাল’ সিনেমার গল্প। একজন অপরাধী, আরেকজন সেই অপরাধীকে খুঁজে বেড়ান। তাদের মধ্যমনি হলেন একজন পুরুষ। যিনি নায়ক ইমন। দুটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও সূচনা আজাদ। ছবিটি ত্রিভুজ প্রেমের হলেও গল্পতে ভিন্ন এক স্বাদ পাবেন বলে জানালেন ছবিটির নায়ক ইমন। তিনি বলেন, ‘একেবারেই আনকাট ছাড়পত্র পেয়েছে ‘আগামীকাল’। ছবিটি নিয়ে আমি আশাবাদি। কারণ এটি মৌলিক গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো। গল্পটি দর্শকদের অন্যরকম স্বাদ দেবে।’ পরিচালক অঞ্জন আইচ খান বলেন, ‘সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় সংশ্লিষ্ট সবাই খুব আনন্দিত। সেন্সরবোর্ড সদস্যরা এটি দেখার পর বেশ প্রশংসা করেছেন এবং আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছেন। এখন সিনেমাটির মুক্তি প্রক্রিয়ায় আর কোনো বাঁধা নেই।’ তিনি আরও বলেন, ‘মুক্তির চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। তবে সিনেমা হলেই প্রথমে মুক্তি দেব। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। ঈদে যদি সিনেমা হলের পরিস্থিতি ও কোভিড অনুকূলে থাকে তবে মুক্তি দিতে পারি। কিংবা আগে পরে মুক্তি দিতে পারি। এরপর ওটিটিতে মুক্তি দেব। কথাবার্তা বলা আছে।’
Leave a Reply