দখিনের খবর ডেস্ক ॥ মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ১ এপ্রিল দলের সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল বিএনপি। পরিস্থিতির কিছুটা উত্তরণে এবার সেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে দলটি। স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসেই একাধিকবার সরকার চালানো বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে হাইকমান্ড থেকে। বিএনপির দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে আমাদের কার্যক্রম চলবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা এসব কর্মসূচি পালন করব। আমাদের নেতারা সাংগঠনিক কার্যক্রম নিয়ে ভাবছেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক দায়িত্বশীল নেতা বলেন, ‘জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে মাঠের কর্মসূচির মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালুর কথা ভাবা হচ্ছে।’ মাঠের কর্মসূচি বলতে দলের বিভিন্ন ইউনিট, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের কমিটি পুনর্গঠন, প্রতিনিধি সম্মেলন এবং কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থীরা যে সমাবেশ করেছিলেন, এ ধরনের কর্মসূচির কথা বলেন ওই নেতা। তিনি বলেন, ‘রাজশাহী, বরিশাল, খুলনা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মহাসমাবেশ হয়েছে। সিলেট, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহের মতো মহানগরগুলোতে সমাবেশ করা বাকি রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম চালু হবে।’ এ বিষয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম চালুর বিষয়ে আমাদের নেতারা ভাবছেন’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম চালুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে লকডাউন উঠলে আমরা সিদ্ধান্ত নেব।’
Leave a Reply