গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ২০২১ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) ২০২১ এর ফাইনাল খেলা শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। টুর্নমেন্ট সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেল ৪টায় সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গৌরনদী পৌরসভা একাদশ বনাম নলচিড়া ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নলচিড়া ইউনিয়ন একাদশ গৌরনদী পৌরসভা একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ওইদিন বিকেল ৫টায় একই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গৌরনদী পৌরসভা একাদশ বনাম নলচিড়া ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গৌরনদী পৌরসভা একাদশ নলচিড়া ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ওইদিন সন্ধ্যায় সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের অনুষ্ঠান মঞ্চে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুব উল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক খোকন আহাম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বি.এম বেলাল হোসেন, গৌরনদী পৌরসভার নারী কাউন্সিলর রুনা আলম। শেষে অতিথিবৃন্ধগন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply