দখিনের খবর ডেস্ক ॥ বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালীসহ বজ্রপাতে সারাদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ছয়জন। রবিবার (৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম, সিরাজগঞ্জ, মানিকগঞ্জে, পটুয়াখালী, ফেনী, খুলনা, সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নাটোর, মেহেরপুর, নোয়াখালী ও শরীয়তপুরে বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সুমন খান (২৬) নামে আরেক শ্রমিক। বজ্রপাতে মৃত নান্টু ওই গ্রামে ইউনুস বালীর ছেলে। আহত সুমন একই এলাকার পল্টু খানের ছেলে। এছাড়া বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে বজ্রপাতে হাসান আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাসান আলী সরদার ওই ইউনিয়নের ষোলঘর এলাকার বাসিন্দা। পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) বজ্রপাতে আবুল কালাম শেখ (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (০৭ মে) দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। মৃত আবুল কালাম শেখ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পূর্ব গুয়ারেখা গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বজ্রপাতে ওই দম্পতির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বৃষ্টির সময় গৃহকর্তা আবুল কালাম নিজ বাড়ির ছাগল রাখার ঘরে পলিথিন টাঙাতে যান। সেখানে তাকে সাহায্য করছিলেন তার স্ত্রী জাহানারা বেগম। এ সময় বজ্রপাত হলে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর সদর উপজেলার কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সুখরঞ্জন শিকদারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পটুয়াখালী: পটুয়াখালীর সদর ও মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- জেলা সদর উপজেলার মরিচবুনিয়ি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মৃত মোনসের হাওলাদারের ছেলে মজিবার হাওলাদার (৩০) ও মির্জাগঞ্জের জিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সেরজন আলী হাওলাদারের ছেলে আব্দুল জলিল।
Leave a Reply