নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ঈদের পর করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। গত তিন দিন ধরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ৬০’এর কোটায় রয়েছে। কমেছে মৃত্যুর হারও। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও গত তিন দিন ধরে শনাক্তের হার ৯ থেকে ১৩ ভাগের মধ্যে রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ৬৫ জন রোগী। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। অন্যান্যরা নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। গতকাল করোনা ওয়ার্ডের আইসিইউ’তে ভর্তি ছিলো ৮জন মুমূর্ষু রোগী। বিগত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০জন রোগী। চিকিৎসায় সুস্থ হয়ে বিগত ২৪ ঘণ্টায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৭জন রোগী। গত রবিবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ৬৩ জন। ওইদিন উপসর্গ নিয়ে ১জন রোগীর মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ৬৮ জন রোগী। ওইদিন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১জন রোগীর। এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ৩দিন ধরে শনাক্তের হার কিছুটা বেড়েছে। তবে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি। গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। শনাক্তের হার ১৩.২৯ ভাগ। শনিবার রাতের রিপোর্টে ৯৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। শনাক্তের হার ১২.২৪ ভাগ। এর আগে গত শুক্রবার রাতের রিপোর্টে ১৮৮ জনের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯.০৪ ভাগ। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমে যাওয়ার পর সবশেষ গত ১৫ মে মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ৩৯ জন রোগী।
Leave a Reply