স্টাফ রিপোর্টার ॥ কুয়াকাটা সৈকতের শুন্য পয়েন্টের পাবলিক টয়লেটের ময়লা-আবর্জনা বর্জ্য এখন সাগরের পানিতে মিশছে। অভিযোগ রয়েছে এটির ইজারাদারের লোকজন অস্বাভাবিক জোয়ারের সময় ট্যংকির ময়লা পানি সাগরে নামিয়ে দেয়। জিরো পয়েন্টে কুয়াকাটায় আগত পর্যটক-দর্শনার্থী সৈকতে নেমে গোসল করেন। আমুুদে সময় কাটায়। পানির সঙ্গে করেন মিতালি। জীবনস্মৃতি হয়ে থাকার এই উপভোগ্যস্থানকে দূষিত করা হচ্ছে। ফলে পর্যটক-দর্শনার্থী উৎকন্ঠা প্রকাশ করেছেন। যদিও এখন লকডাউন চলছে। নেই কোন পর্যটক। তারপরও সোমবার শেষ বিকেলে দেখা গেছে পাবলিক টয়লেটের ট্যাংকির চারপাশে ভিতরের ময়লা-বর্জ্য ফেলে রাখা হয়েছে। যা জোয়ারে ভেসে পানিতে মিশে একাকার হয়ে যাবে। পানি হবে দূষিত। বিব্রতকর পরিবেশের শিকার হন কুয়াকাটায় আগতরা। এমনিতেই সাগরের অব্যাহত ভাঙ্গনে সৈকতের পরিধি ক্রমশ ছোট হয়ে আসছে। জলোচ্ছ্বাসের ঝাপটায় সব তছনছ হয়ে যাচ্ছে। একই দশায় পড়েছে পাবলিক টয়লেটটি। এখন এটির ট্যাংকিসহ সব কিছু বালুর নিচ থেকে বের হয়ে গেছে। ময়লা পানি চুইয়ে সাগরের পানিতে মিশছে। তাই ওই পাবলিক টয়লেটি বন্ধ করা প্রয়োজন। এটি বন্ধ করে পরিবেশ ঠিক রাখার দাবি সচেতনমহলের। শুধু পাবলিক টয়লেট নয় কুয়াকাটার বেড়িবাঁধের বাইরের সক ক’টি আবাসিক এবং খাবার হোটেলের টয়লেটের আউটলাইন সাগরের বীচের দিকে দেয়া। ওই পাইপ দিয়ে অনবরত দূষিত পানি গিয়ে সাগরে মিলছে। স্থানীয়রা জানান, পর্যটকের কাপড়-চোপড় বদলানোসহ আধুনিক টয়লেট, গোসল সুবিধার জন্য ট্যুরিজম পার্ক উদ্বোধনের প্রায় বছর পরও পুর্নাঙ্গ চালু না হওয়ায় পর্যটকের ভোগান্তি হচ্ছে। তাই ট্যুরিজম পার্কটি পুর্নাঙ্গভাবে চালু করে হোক। তাইলে সৈকতে খোলা জায়গায় এমনকি যেখানটায় গিয়ে একজন দর্শনার্থী প্রথম দাঁড়ায়, দেখেন মনোমুগ্ধকর দৃশ্য সেখানটার পাবলিক টয়লেট ব্যবহারের প্রয়োজন হবেনা। বন্ধ করা জরুরি প্রয়োজন। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, পাবলিক টয়লেটের দূষণসহ সৈকতের সকল দূষণ বন্ধে দ্রুত পুর্ণাঙ্গভাবে ট্যুরিজম পার্ক চালু করা হোক। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার সদস্য আল-ইমরান জানান, কুয়াকাটায় সরকারের নির্মিত ট্যুরিজম পার্কটি পুর্নাঙ্গভাবে চালু করলেই সকল সমাধান হয়ে যায়। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য-সচিব ও কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, এই দূষণ বন্ধে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন।
Leave a Reply