আগৈলঝাড়া প্রতিনিধি ॥ মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক সফল চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় কৃষকলীগ কার্যনির্বাহী সদস্য ও এফবিসিআইসি’র পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা আল ফারুক এতিমখানা, হাফেজী মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর আয়োজনে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মরহুমার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় গৈলা আল ফারুক এতিমখানা, হাফেজী মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর উদ্যোগে মঙ্গলবার বাদ যোহর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ নেতা ও গৈলা আল ফারুক এতিমখানা, হাফেজী মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর সভাপতি আঃ সাত্তার মোল্লার সভাপতিত্বে হাফেজ মাওলানা সৈয়দ ইমরান হোসেনের পরিচালনায় দোয়া ও মিলাদ পূর্ব স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, যুবলীগের সভাপতি সাইদুল সরদার, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মনিক মোল্লা, যুবলীগ নেতা সবুজ আকন, ইলিয়াস শরীফ, আশ্রাফুল আলম দুলাল, ইয়াকুব আলী শিল্পী মোল্লা, ইস্তেয়াকুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাত হোসেন মিলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ। উল্লেখ্য, গত বছর ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।
Leave a Reply